মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
আসন্ন ৫ আগস্ট, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে দেশের সকল পোশাক কারখানায় সাধারণ ছুটি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, রাষ্ট্রীয়ভাবে এ দিনটি শহীদদের স্মরণে ছুটির দিন হিসেবে নির্ধারিত। সরকারের সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংগঠনটি তাদের আওতাভুক্ত সকল কারখানায় ৫ আগস্ট ছুটি পালনের অনুরোধ জানিয়েছে।বিজিএমইএ আরও বলেছে, যদিও শ্রম আইন অনুযায়ী পোশাক কারখানাগুলোকে এই ছুটি পালন করতে বাধ্য করা যায় না, তবুও এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—শ্রম আইন অনুযায়ী প্রতি বছর ১১ দিনের উৎসব ছুটি নির্ধারিত থাকে। এর বাইরে সাধারণ ছুটি বাধ্যতামূলক না হলেও বিশেষ গুরুত্ব বিবেচনায় বিজিএমইএ এই সিদ্ধান্ত নিয়েছে।পরিশেষে বিজিএমইএ জানিয়েছে, “আমরা প্রত্যাশা করছি, সম্মান ও সংহতির জায়গা থেকে সবাই এই দিনে কারখানা বন্ধ রাখবে এবং শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করবে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত