প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫
এনবিআর আন্দোলনের জের: বাধ্যতামূলক অবসরে গেলেন আরেক কর্মকর্তা
মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সংস্থার আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবার কর অঞ্চল–২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড–১০) লোকমান আহমেদকে অবসরে পাঠানো হলো।রোববার (৩ আগস্ট) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় লোকমান আহমেদকে অবসরে পাঠানো হয়েছে। তিনি প্রাপ্য সব অবসর সুবিধা পাবেন।তবে শুধু নিয়ম পূর্ণ হওয়াই নয়—সূত্র বলছে, চলমান অসন্তোষ ও কর্মবিরতির পেছনে সক্রিয় ভূমিকা রাখায় তাঁকে অবসর দেওয়া হয়েছে। আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন লোকমান আহমেদ। এর আগে আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকেও বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।এই সিদ্ধান্তটি এনবিআরের চলমান অভ্যন্তরীণ টানাপোড়েন ও শৃঙ্খলা রক্ষার প্রয়াস হিসেবেই দেখছেন অনেকেই।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত