প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৫
প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে শিগগিরই সৌদির সঙ্গে চুক্তি হবে: আসিফ নজরুল
রাসেদুল ইসলাম, বার্তা সম্পাদক ||
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সৌদি আরবের সঙ্গে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে।শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় যাচাই-বাছাই করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন উপদেষ্টা।কিছু কিছু অভিবাসীর কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে -এ কথা জানিয়ে তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য মাল্টিপল ভিসার বিষয়ে সরকার জোর প্রচেষ্টা করছে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত