ডেস্ক নিউজ ||
বাংলাদেশ জুলাই মাসে অভ্যুত্থানের মাধ্যমে তার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে, এমন মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্টের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।ফারুকী বলেছেন, ‘জুলাই হলো বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ, আমাদের চেতনা ও প্রেরণার প্রতীক। ২৪ জুলাই আমাদের তরুণরা এই রক্তাক্ত পলল ভূমিতে মুক্তির বীজ বপন করেছে। তারা দৃঢ় কণ্ঠে বলেছে– জীবন যেখানে দ্রোহের প্রতীক, মৃত্যুই সেখানে শেষ কথা নয়।’তিনি আরও বলেন, ‘মাতৃভূমি অথবা মৃত্যু –সময়ের সাহসী এ অঙ্গীকারকে ধারণ, পালন ও লালন করেই আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে।’ফ্যাসিবাদ আরোপিত সংস্কৃতি ও মিডিয়া নিয়ন্ত্রণের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে দিয়ে দেশজ সাংস্কৃতিক বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে।’প্রসঙ্গত, সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে। ‘জুলাই জাগরণ’ শীর্ষক এই ফেস্টে প্রতিদিন আলোচনা, গণসংগীত, প্রামাণ্যচিত্র, মঞ্চনাটক ও চিত্র প্রদর্শনী চলছে। এ আয়োজনকে ঘিরে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দল, প্রগতিশীল শিল্পী ও লেখকরা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত