রহিম আলী জাবেদ , ফেনী জেলা প্রতিনিধি ||
ফেনীর তেমুহনী এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন মোশারফ হোসেন ও একরাম হোসেন নামে আপন দুই ভাই।স্থানীয়রা জানান, ফেনীর তেমুহনী এলাকায় দুর্ঘটনায় পতিত একটি পিকআপকে উদ্ধার করতে গিয়ে বাস চাপায় অন্য পিকার ড্রাইভার মোশারফ হোসেন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত আপন ভাই একরাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নিহত হয়েছেন।নিহত পিক আপ ড্রাইভার মোশারফ হোসেন (২৯) ও তার আপন ভাই একরাম হোসেন (১৯) ফেনী সদর উপজেলার উজালিয়া গ্রামের শাহ আলম ড্রাইভার এর পুত্র।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৩টায় তেমুহনী এলাকায় একটি পিকআপ দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় পিকআপটি উদ্ধারের জন্য একটি লরি আনা হয়। এগিয়ে আসেন অন্য পিকআপ ড্রাইভার মোশারফ হোসেন। তারা দুইপাশে গাড়ি থামিয়ে দুর্ঘটনা পতিত পিকাপটি উদ্ধারের চেষ্টা চানাচ্ছিলেন। এ সময় ফেনীরদিক থেকে আসা লাল সবুজ নামের একটি বাস রং সাইট দিয়ে এসে উদ্ধারকারী লরির ফাঁক দিয়ে ঢুকে যায় । তখন বাসের নিচে চাপা পড়ে মোশারফ হোসেন ঘটনাস্থলে নিহত হয়। তার নিজ ভাই একরাম হোসেন বাসটি থামানোর জন্য ধাওয়া করে সামনে গেলে তাকেও চাপা দেয়। গুরুতর আহত একরামকে প্রথমে ফেনী জেলা সদর হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।ফেনী ২৫০ শর্যা জেলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা: রুহুল মোহছেন সুজন বলেন, গতকাল রাতে বাসের চাপায় দুইজন পেসেন্ট এই হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মারা যায় অন্যজনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত