রাসেদুল ইসলাম, বার্তা সম্পাদক ||
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর সোমবার (২১ জুলাই) দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় একজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।এ ঘটনায় বেলা ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তার দলের সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানান।তিনি পোস্টে লিখেছেন, ‘আল্লাহ তা'য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তাদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচু মাকাম দান করুন। আহতদের আল্লাহ তায়ালা দ্রুত সুস্থতা দান করে তাঁর অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।’‘নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা'য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত