মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
দেশে আর কোনও চাঁদাবাজদের কাছে বর্গা দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম, সেই লড়াই এখনও শেষ হয়নি।এর আগে, মুন্সীগঞ্জে পথসভায় হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেছেন এনসিপি আহ্বায়ক। জানান, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে।এদিকে, নারায়ণগঞ্জে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করার কোনো সুযোগ নেই।শনিবার কক্সবাজার ও বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির একটি পথসভা অনুষ্ঠিত হবে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত