ডেস্ক নিউজ ||
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের সাদ্দাম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমীর হামজা, জেলা নায়েবে আমির মো. আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন, শহর জামায়াতের আমির এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।এসময় মুফতি আমীর হামজা বলেন, গোপালগঞ্জ একটি অভিশপ্ত জেলা। এই জেলা বাংলার মানচিত্র থেকে মুছে দিয়ে ৬৩ জেলায় বাংলাদেশ করা হোক।জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, বুধবার গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর যে অতর্কিত হামলা হয়েছে এটি ইতিহাসের নজিরবিহীন ন্যক্কারজনক একটি ঘটনা। এই ঘটনার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত