প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার ছিনতাকারীর ভিডিওটি গোপালগঞ্জের বলে পোস্ট করেছেন জয়
মোঃ শাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
ব্রাহ্মণবাড়িয়ার একটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি গোপালগঞ্জে হত্যার পর পুলিশের গাড়িতে উঠানোর অভিযোগ করেছেন।বুধবার (১৬ জুলাই) ভিডিওটির ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার জানায়, ছিনতাইয়ের অভিযোগে জনতা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে মুমূর্ষ অবস্থায় পুলিশের কাছে হস্তান্তরের একটি পুরোনো ভিডিও শেয়ার করেছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এ ঘটনাকে তিনি গোপালগঞ্জের দাবিতে প্রচার করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া ক্যাটল ক্লাব নামের একটি পেজে জয়ের শেয়ার করা ভিডিওটি গত ৪ জুন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায়। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, এতে চারজন নিহত হয়েছেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত