অনিরুদ্ধ সাজ্জাদ, ক্যাম্পাস প্রতিনিধি ||
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়ধ্বনী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।মিছিল ও সমাবেশে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, সন্ত্রাসীরা উল্লাসে’, ‘খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘খুন ধর্ষণ নিপীড়ন, রুখে দাও জনতা’—এমন নানা স্লোগান তুলে পুরো ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “স্বাধীন বাংলাদেশের মাটিতে একের পর এক ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটেছে। আর কেউ এ ধরনের বর্বরতা চালানোর চেষ্টা করলে বাংলার ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। মধ্যযুগীয় কায়দায় সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে—যাতে কেউ আর এমন অপরাধ করার সাহস না পায়।”শিক্ষার্থীরা আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সবসময় সোচ্চার থাকবে এবং অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত