রাসেদুল ইসলাম, বার্তা সম্পাদক ||
ভারতের পুণে শহরে একটি অদ্ভুত প্রতিযোগিতার মাধ্যমে ৯ লাখ টাকা আয় করার ঘটনা ঘটেছে। ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামে পরিচিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজা মাধবওবহাল টানা দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়ে ৯.১ লাখ টাকা জিতেছেন। শুনতে অবাক লাগলেও এটি সত্যি!ওয়েক ফিট নামে একটি সংস্থার প্রতিযোগিতায় পূজার সঙ্গে আরও ১৪ জন প্রতিযোগী ছিলেন, যাদের প্রত্যেকেই পেয়েছেন ১ লাখ টাকা করে সম্মাননা।কী এই স্লিপ ইন্টার্নশিপ?‘স্লিপ ইন্টার্নশিপ’ হল একটি বিশেষ ধরনের গবেষণামূলক প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের ঘুমের ওপর ভিত্তি করে চ্যালেঞ্জ নিতে হয়। নির্বাচিত ১৫ জন প্রতিযোগীকে দুই মাস ধরে প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমাতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে। প্রতিযোগীদের একটি মনিটরড ঘরে রাখা হয়, যেখানে বিশেষজ্ঞ টিম ও প্রযুক্তি তাদের ঘুমের ওপর নজর রাখে। ঘুমের সময়, হার্টবিট, এবং স্ট্রেস লেভেল পর্যবেক্ষণ করে শেষে একজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।কীভাবে অংশ নিতে হয় এই প্রতিযোগিতায়?প্রতিযোগীর বয়স কমপক্ষে ২২ হতে হবে। যে-কেউ একবারই আবেদন করতে পারবেন। আবেদপত্রে কোনও জায়গা ফাঁকা থেকে গেলে আবেদনটি বাতিল হবে। কোনও ভুল তথ্য প্রতিযোগীকে বাদ করে দেওয়া হবে। আবেদনকারীদের মেসেজ, ই-মেইল, ফোন করে সব আপডেট দেওয়া হয়। আগের সিজনগুলোতে আবেদন করা প্রতিযোগীরা আবেদন করতে পারবেন না। এছাড়া আয়োজক সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর পরিবারের কেউ আবেদন করতে পারবেন না।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত