প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৫
হাতিয়ায় প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে ছাত্র ছাত্রীদের মানববন্ধন ও সমাবেশ
মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রধান শিক্ষকের অপসারন দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুড়িরচর ছৈয়দিয়া উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম টুটুলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে মানববন্ধন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (০২ জুলাই) বিকালে উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা স্কুল থেকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে এসে এক মানববন্ধনে মিলিত হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক দীর্ঘ ২ মাস পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত। তিনি বিভিন্ন সময় শিক্ষকদের সাথে অশোভন আচরণ, ছাত্রীদের সাথে অশোভন আচরণ বিশ্রী ব্যবহার ও মানষিক লাঞ্ছিত করা সহ স্কুলের অর্থনৈতিক অনিয়মের নানা অভিযোগ করেন। প্রকাশ্যে বিদ্যালয়ের অফিসে বসে মদ গাঁজা ইয়াবা সেবন। বিদ্যালয় চলাকালীন প্রকাশ্যে ধুমপান করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।মানববন্ধন শেষে পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়। প্রধান শিক্ষকের অনিয়মের একটি স্মারকলিপি নির্বাহী কর্মকর্তার কাছে দেয়।উল্লেখ্য বুড়িরচর ছৈয়দিয়া উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম টুটুল একটি হত্যা চেষ্টার মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত