প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫
হাতিয়ায় সোশ্যাল মিডিয়ায় মানহানিকর কনটেন্ট প্রচারের প্রতিবাদ বিএনপি নেতার
মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
নোয়াখালী হাতিয়ায় সোশ্যাল মিডিয়ায় মানহানিকর কনটেন্ট প্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও আইনজীবী খোন্দকার মো.আবু ছায়েদ ইমরান। দুইটি ফেইজবুক ফেইজ থেকে ছড়িয়ে পড়া কনটেন্ট এ আইনজীবীর পেশাগত, রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।শনিবার (২৮ জুন) হাতিয়া মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা খোন্দকার মো.আবু ছায়েদ ইমরান এই প্রতিবাদ জানান।লিখিত বক্তব্যে এই আইনজীবি বলেন, গত ২৯ মার্চ ও ২৬ মে হাতিয়া টিভি ও অগ্রযাত্রা নামে দুইটি ফেইজবুক ফেইজে তাকে অন্যের ভ’মি দখল ও ভ’মি দস্যুতার সাথে তাকে জড়িত থাকার কথা উল্লেখ করে মিথ্যা কন্টেন্ট প্রচার করে। যা তাকে আইন পেশা ও রাজনৈতিক ভাবে সম্মানহানী করেছে। দুটি পক্ষের জমি নিয়ে বিরোধের বিষয়ে তিনি একটি পক্ষের মামলার আইনজীবি হিসাবে কাজ করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন সোশাল মিডিয়ায় তাকে নিয়ে সম্মানহানীকর এসব ভিডিও তৈরি করে প্রচার করছেন।তিনি আরো বলেন, ইতিমধ্যে এই দুটি ফেইজ এর বিরুদ্ধে থানায় জিডি করা হয়। এছাড়া খোঁজ নিয়ে এই দুটি ফেইজ এর মালিকানা পাওয়া যায়নি বলে জানান তিনি। তিনি দ্রæত এসব ফেইজ থেকে মানহানিকর এসব ভিডিও অপসারন করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।খোন্দকার মো.আবু ছায়েদ ইমরান দীর্ঘদিন হাতিয়া উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পাল করেন । তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি ও ছিলেন। পরে তিনি হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। এছাড়া তিনি হাতিয়া পৌরসভার তিন নং ওয়ার্ডের নির্বাচীত কাউন্সিলর ছিলেন দীর্ঘদিন।সংবাদ সম্মেলনে হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত