প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৫
ইরানে নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ
ডেস্ক নিউজ ||
ইরানি সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। খবরটি এনডিটিভি থেকে এসেছে।বৃহস্পতিবার (১৯ জুন) এই নিয়োগ চূড়ান্ত করেন আইআরজিসির সদ্য নিযুক্ত শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর।খাদামির এই নিয়োগপ্রাপ্তির মাধ্যমে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমি-এর স্থলাভিষিক্ত করা হলো তাকে।গত ১৩ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) অভিযান শুরুর ২ দিন পর নিহত হন মোহাম্মেদ কাজেমি।মাজিদ খাদামি এর আগে বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে আইআরজিসির শীর্ষ গোয়েন্দা ইউনিটের দায়িত্ব হস্তান্তর হলো, যখন ইরান ও ইসরায়েল মুখোমুখি সংঘাতে জড়িত এবং গোয়েন্দা তৎপরতা চূড়ান্ত পর্যায়ে চলছে।মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ইস্যুতে পরিস্থিতি বেশ উত্তপ্ত। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন, যা ইরানের আক্রমণাত্মক মনোভাবের প্রকাশ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্যও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে— সব মিলিয়ে বিশ্ব এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত