রাসেদুল ইসলাম, বার্তা সম্পাদক ||
গতকাল রাতভর বৃষ্টি হয়েছে, যা কিছুটা দেরি করে টস হওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। তবে, নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য এটি সৌভাগ্যের ব্যাপার ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে শান্ত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে গলে সিরিজের প্রথম ম্যাচের দিন শুরুতেই ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশকে। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ দল। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
অপরদিকে, শ্রীলঙ্কা দলে দুই অভিষেক খেলোয়াড় রয়েছেন। টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং দুই হাতেই বল করতে পারদর্শী থারিন্দু রত্নায়েকা একাদশে অন্তর্ভুক্ত।আর এই টেস্ট দিয়েই অ্যাঞ্জেলো ম্যাথিউস তার শেষ টেস্ট খেলতে নামছেন।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত