প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৫
আমার প্রিয় গ্রাম
মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
দেখোনি পথের ধারে ফুটেছে ঘাস ফুল সারি সারি সেখানেই স্মৃতিরা ছড়িয়েছে ডানাফেলে আসা মোর বাড়ি।ফেলে আসা সব স্মৃতিরস্তম্ভউড়ছে বকের ঝাকেদেখোনি চেয়ে ছোট্ট নদীটিযেতে যেতে পথে বাঁকে। তেমনি বাঁকিয়া রয়েছে পরেহিজলতলার ছায়াফেলে আসা বকুলতলারঘ্রাণে ভরা সেই মায়া।সেই মায়াতে এখনো কি মাঠ?হলুদে হলুদে ভরেকী অপরূপা মায়াভরা ক্ষেতে!নজর কি এখনো জুড়ে?দৃষ্টি এখনো জুড়ায় কি ঘাটে? পাল তোলা নায়ের পানেএখনো কি মাঝি পরাণ জুড়ায়?মায়াবী সুরের গানে।শত শত গানে যুগের সুরেযান্ত্রিক হয়েছি আমিদূরে বহু দূরে সরেছে আমার প্রাণের ভূমি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত