প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৫
টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারের প্রধান আটক
মো. আবদুল হালিম , কক্সবাজার জেলা প্রতিনিধি ||
কক্সবাজারের টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে (৫২) গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। রবিবার (২৫ মে) রাত ৯টার দিকে উপজেলা পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, মানবপাচার আইনে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন।ওসি বলেন, টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, মানবপাচার আইনে ৯টি মামলা আছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত