প্রকাশের তারিখ : ২২ মে ২০২৫
আন্দোলন স্থগিত করেছেন ইশরাক
রাসেদুল ইসলাম, বার্তা সম্পাদক ||
বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।
এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ নিতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।
এদিকে আজও সকাল থেকে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে তাকেন। একই সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত