প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৫
প্রায় ১৮ বছর পর গ্রামের বাড়িতে গেলেন প্রধান উপদেষ্টা
রাসেদুল ইসলাম, বার্তা সম্পাদক ||
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৮ বছর পর গ্রামের বাড়িতে গেলেন। বুধবার (১৪ মে) সন্ধ্যায় তিনি চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়ায় তার গ্রামের বাড়িতে যান। পারিবারিক কবরস্থান জিয়ারতের পর তিনি স্থানীয়দের সঙ্গে কিছু সময় কাটান।
এ সময় এলাকাবাসীর দোয়া প্রার্থনা করেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় খোশগল্প করেন তিনি।
এর আগে বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশ নেন তিনি। সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম চট্টগ্রামে এলেন তিনি।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত