প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৫
মিরপুর থানার হত্যা মামলায় মমতাজের সাত দিন রিমান্ড চায় পুলিশ
রাসেদুল ইসলাম, বার্তা সম্পাদক ||
হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে পুলিশ।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মঙ্গলবার এই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানাচ্ছে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় পুলিশ মমতাজের সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে।
এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল সোমবার রাতে মমতাজকে গ্রেপ্তার করে।
ডিএমপির এক বার্তায় বলা হয়, রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গতকাল রাতে জানিয়েছেন, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত