রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ
ছবি: প্রতিনিধি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) নতুন কলা অনুষদ ভবন ও বিজ্ঞান অনুষদ ভবনসংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীনদের জন্য নানা আয়োজন রাখা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি নিয়মিত শিক্ষা–সহায়ক কর্মসূচি পরিচালনা করে থাকে। বিশ্ববিদ্যালয় জীবনে সৃজনশীলতা, নেতৃত্বগুণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর তারা গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে শিবির দীর্ঘদিন ধরে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনা করছে। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠনকে উগ্রবাদী হিসেবে উপস্থাপন করা হলেও তার কোনো বৈধ ভিত্তি নেই। শিক্ষার্থীদের প্রয়োজন ও উন্নয়নে শিবিরের নেতাকর্মীরা পাশে থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে নবীনদের জন্য ব্যাগ, বই, কোরআন শরিফ, ফুল, প্যাড, কলমদানি, চাবির রিংসহ উপহার বিতরণ এবং খাবারের ব্যবস্থা করা হয়। চাকরিক্ষেত্রে কর্মরত সাবেক নেতারা নিজেদের অভিজ্ঞতার আলোকে নবীনদের ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে পরামর্শ দেন।

বিষয় : নজরুল বিশ্ববিদ্যালয়

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫


নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) নতুন কলা অনুষদ ভবন ও বিজ্ঞান অনুষদ ভবনসংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীনদের জন্য নানা আয়োজন রাখা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির।বক্তারা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি নিয়মিত শিক্ষা–সহায়ক কর্মসূচি পরিচালনা করে থাকে। বিশ্ববিদ্যালয় জীবনে সৃজনশীলতা, নেতৃত্বগুণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর তারা গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে শিবির দীর্ঘদিন ধরে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনা করছে। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠনকে উগ্রবাদী হিসেবে উপস্থাপন করা হলেও তার কোনো বৈধ ভিত্তি নেই। শিক্ষার্থীদের প্রয়োজন ও উন্নয়নে শিবিরের নেতাকর্মীরা পাশে থাকবে বলেও তিনি জানান।অনুষ্ঠানে নবীনদের জন্য ব্যাগ, বই, কোরআন শরিফ, ফুল, প্যাড, কলমদানি, চাবির রিংসহ উপহার বিতরণ এবং খাবারের ব্যবস্থা করা হয়। চাকরিক্ষেত্রে কর্মরত সাবেক নেতারা নিজেদের অভিজ্ঞতার আলোকে নবীনদের ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে পরামর্শ দেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত