নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া ও পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযানে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের মোট ৬ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে নদী ও সাগরপথে জমজমাট জাটকা পরিবহন ও পাচার কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আসে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ভোররাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া জাগলার চর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট থামিয়ে তল্লাশি করা হয়। এতে ৫৬০০ কেজি জাটকা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা। পরে মাঝিদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিক পটুয়াখালীর কলাপাড়া থানার চার লেন সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে। তল্লাশিতে দুটি যাত্রীবাহী বাস থেকে ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা সব জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড বিএন, মিডিয়া কর্মকর্তালেঃ মোঃ আবুল কাশেম আরো জানান, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে