রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মন্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা ডিএপি সার কৃষি অফিস কর্তৃক জব্দ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।

সৈনিক ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শিহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।

স্থানীয় ও কৃষি অফিসের সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম একজন কীটনাশক ও খুচরা ব্যবসায়ী। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি অবৈধভাবে রাসায়নিক ডিএপি সার মজুত করছিলেন। বিপুল পরিমাণ সার মজুত থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে উপজেলা কৃষি অফিসকে বিষয়টি জানানো হলে সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থল থেকে সারগুলো উদ্ধার করেন।

এ বিষয়ে বিএনপি নেতা সিরাজুল মন্ডল বলেন, ‘আমি একজন খুচরা সার ব্যবসায়ী। আমার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে আছে। তবে ডিএপি সার নেই। আর এখানে যেসব সার ডিলার আছেন তাদের কাছে সার পাওয়া যায় না। নওগাঁর নয়ন শীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়নগঞ্জ থেকে ডিএপি সারগুলো আমার গুদামে নিয়ে আসছিলাম। পরে কৃষি অফিস সারগুলো জব্দ করে নিয়ে যায়।’

উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে ১৪৯ বস্তা সার উদ্ধার করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছেপরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, ‘আজ সারাদিন আমি এবং কৃষি অফিসার উপজেলার বিভিন্ন এলাকায় সারের পয়েন্টগুলোর খোঁজখবর নিচ্ছিলামদুপুরে হঠাকরে জানা যায় সেখানে একটি ট্রাক থেকে সারগুলো নামানো হচ্ছিলপরে কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে আসেতবে কোথায় থেকে সারগুলো আসছে তা জানা গেলে নিষ্পত্তি করা সহজ হবেবিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫


বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image
নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মন্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা ডিএপি সার কৃষি অফিস কর্তৃক জব্দ করা হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।সৈনিক ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শিহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।স্থানীয় ও কৃষি অফিসের সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম একজন কীটনাশক ও খুচরা ব্যবসায়ী। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি অবৈধভাবে রাসায়নিক ডিএপি সার মজুত করছিলেন। বিপুল পরিমাণ সার মজুত থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে উপজেলা কৃষি অফিসকে বিষয়টি জানানো হলে সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থল থেকে সারগুলো উদ্ধার করেন।এ বিষয়ে বিএনপি নেতা সিরাজুল মন্ডল বলেন, ‘আমি একজন খুচরা সার ব্যবসায়ী। আমার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে আছে। তবে ডিএপি সার নেই। আর এখানে যেসব সার ডিলার আছেন তাদের কাছে সার পাওয়া যায় না। নওগাঁর নয়ন শীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়নগঞ্জ থেকে ডিএপি সারগুলো আমার গুদামে নিয়ে আসছিলাম। পরে কৃষি অফিস সারগুলো জব্দ করে নিয়ে যায়।’উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে ১৪৯ বস্তা সার উদ্ধার করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, ‘আজ সারাদিন আমি এবং কৃষি অফিসার উপজেলার বিভিন্ন এলাকায় সারের পয়েন্টগুলোর খোঁজখবর নিচ্ছিলাম। দুপুরে হঠাৎ করে জানা যায় সেখানে একটি ট্রাক থেকে সারগুলো নামানো হচ্ছিল। পরে কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে আসে। তবে কোথায় থেকে সারগুলো আসছে তা জানা গেলে নিষ্পত্তি করা সহজ হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত