হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় বিমানবন্দরের দুই কর্মী নিহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ারএসিটি লিভারিযুক্ত বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি উত্তর রানওয়েতে অবতরণের সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়।
বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে রানওয়ের পাশে থাকা একটি যানবাহন বিমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই কর্মী নিহত হয়েছেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশ সূত্রে জানিয়েছে।
দুর্ঘটনার পর বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, বাকি দুটি রানওয়ে এখনও চালু রয়েছে।
ঘটনাটি তদন্তে হংকংয়ের এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি কাজ করছে বলে সিভিল এভিয়েশন বিভাগ জানায়।

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে